uadmin ৭ নভেম্বর ২০২৩ , ৯:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আ‘লীগের আয়োজনে টাপুরচর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর ) বিকালের দিকে টাপুরচর স্কুল এন্ড কলেজ মাঠে চরশৌলমারী ইউনিয়ন ফুটবল একাদশ ও বন্দবেড় ইউনিয়ন ফুটবল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চরশৌলমারী ইউনিয়ন ফুটবল একাদশ এক গোলে জয়লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ ডাঃ ফারুকুল ইসলাম ফারুক। উক্ত খেলায় সার্বিক সহযোগীতা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী রাজা, চিলমারী উপজেলা আ‘লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাজিদুল ইসলাম স্বপন, বন্দবেড় ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুদ দোহা, বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য শাহ আলম, চরশৌলমারী ইউনিয়নের সাবেক আহব্বায়ক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, চরশৌলমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে। পরে টাপুরচর স্কুল এন্ড কলেজ মাঠ থেকে খেলা শেষে বিএনপি ও জামাতের নৈরাজ্য ঢেকাতে উপস্থিত দুই শতাধিক জনতা নিয়ে একটি শান্তিপূর্ণ মিছিল বেড় করে টাপুরচর বাজারের বিভিন্ন অলি গলিতে ঘুড়ে এসে একই স্থানে এসে শেষ হয়। বিজয়ী দলকে প্রথম পুরুস্কার হিসাবে ট্রফি ও সাত হাজার টাকা এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি ও পাঁচ হাজার টাকা পুরুস্কার হিসাবে দেওয়া হয়। খেলার আগে দুই দলের মাঝে জার্সিও বিতরণ করেন তিনি।
উল্লেখ যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে এলাকায় গণসংযোগ শুরু করেছেন আলহাজ ডাঃ ফারুকুল ইসলাম ফারুক। তিনি নির্বাচনী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরন করেন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে আবারও নির্বাচিত করার জন্য অনুরোধ জানান। এর পাশাপাশি এবারের নির্বাচনে তিনি আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রার্থী বলে জনসাধারনকে অবহিত করেন। উন্নয়নের ধারা অব্বাহত রাখতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে নৌকার ভোট প্রার্থণা রেন তিনি।