কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ২ নভেম্বর ২০২৪ , ৫:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট ও পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপক ড. কামরুজ্জামান হলের শিক্ষার্থীদের সাথে একই আসনে বসে দুপুরের খাবার খেয়েছেন।যা শিক্ষার্থী মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরের শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান শিক্ষার্থীদের সাথে ডাইনিং এ বসে দুপুরের খাবার খান।
এতে করে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি।
শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম একটি দাবি ছিল, প্রভোস্ট অথবা প্রভোস্টবডির কাউকে শিক্ষার্থীদের সাথে খেতে হব, তাতে করে তারা খাবারের মান সম্পর্কে অবগত হবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
দীর্ঘদিন হলের ডাইনিং বন্ধ থাকার পর, শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গত শুক্রবার (০১ নভেম্বর) চালু হয় শহীদ মুখতার ইলাহি হলের ডাইনিং।
খাবারের মান সম্পর্কে জানতে শিক্ষার্থীদের সাথে ডাইনিং এ খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।এতে শিক্ষার্থী ওই প্রভোস্টকে নিয়ে ফেসবুকে লিখছেন বিভিন্ন প্রশংসা।
শিক্ষার্থীদের দাবী, প্রভোস্ট বা প্রভোস্টবডির উচিত শিক্ষার্থীদের সাথে অন্তত একবেলা খাওয়া, তাতে করে খাবারের মানের প্রতি উদাসীনতা কমে যাবে অনেকাংশে।