জাতীয়

শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

  এস এম রাফি ২২ জানুয়ারি ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ নদের তীরে বিশ্ব এস্তেমার দ্বিতীয় পর্ব নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে। রবিবার (২২ জানুয়ারি ) সোয়া বারটায় আখেরী মুনাজাত শুরু হয় শেষ হয় পৌনে একটায় আগে এ পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের বিশ্ব এস্তমার দ্বিতীয় পর্বে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নানা বিড়ম্বনাকে উপেক্ষা করে টঙ্গীর এস্তেমার ময়দানে ছুটে আসেন। ইতিমধ্যে মুসল্লিরা ময়দানের নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। এস্তেমায় যোগ দিতে দেশ-বিদেশের আগত মুসল্লিদের পদচারণে শিল্পশহর টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। বাস, ট্রাক, ট্রেন, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা যোগ দিচ্ছেন এস্তেমায়, এস্তেমা ময়দানে মুসল্লিদের আসা এখনও অব্যাহত রয়েছে। আখেরি মোনাজাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুসল্লিদের এ ঢল অব্যাহত থাকবে।