সারাদেশ

শ্রীনগরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আলমগাজী দিঘী থেকে অবৈধ ড্রেজার স্থাপন করে মাটি উত্তোলনের পায়তারার অভিযোগ উঠেছে।

গত কয়েকদিন যাবৎ উপজেলার হাসাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আলমগাজী দিঘীতে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের পায়তারার অভিযোগ উঠে ঐ এলাকার মৃত লোকমান হাকিম মোল্লার ছেলে শহিদ হোসেন বিদ্যুৎ এর বিরুদ্ধে। অবৈধ ভাবে মাটি উত্তোলন বন্ধে দিঘীর চারিদিকে বসবাসকারীরা সংশ্লিষ্ট বরাবরে লিখিত আবেদন করেছেন।

দিঘীপাড়ে বসবাসকারীদের অভিযোগে জানা যায়, হাসাড়া মৌজার সিএস,এসএ ১৯০৯-৪১৫২ আরএস ২৪৬৮ দাগের ৮একর ৩৩শতাংশের দিঘীটি ঐ এলকার কিছু লোক ক্রয়, লিজ ও দখল সুত্রে মালিকাকানা দাবি করে ভোগদখলে রয়েছেন। গত কয়েকদিন যাবৎ শহিদ হোসেন বিদ্যুৎ দিঘীর মালিকানা দাবী করে পার্শ্বে মাদ্রাসা ও করবস্থানের ভরাটের জন্য দিঘীতে অবৈধ ড্রেজার স্থাপন করে মাটি উত্তোলনের পায়তারা করছে। এতে অন্যান্য মালিকরা বাধা দিলে তাদেরকে উল্টো মিথ্যা মামলা দিয়ে ফাসানোর হুমকি প্রদান করেন বিদ্যুৎ গং।

সরেজমিনে গিয়ে দেখা যায়,আলমগাজী দিঘীর পশ্চিম পাড় সংলগ্ন ড্রেজার স্থাপন করা হয়েছে। যাতায়াতের ইট সলিংয়ের রাস্তার উপর দিয়ে ড্রেজার পাইপ লাইনের সংযোগ দেয়া হয়েছে। এতে যেকোন সময় রাস্তার অংশ ভেঙ্গে দিঘীতে পড়ে জনচলাচল চরম দুর্ভোগে পড়ার সম্ভাবনা রয়েছে এবং দিঘী থেকে এভাবে মাটি উত্তোলন করলে যেকোন সময় চারিদিকে পাড় ভেঙ্গে জনবসতির ঘরবাড়ী ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অবৈধভাবে মাটি উত্তোলনে পায়তারাকারী শহিদ হোসেন বিদ্যুৎ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পাশে করবস্থান ভরাটের জন্য দিঘীতে ড্রেজার বসানো হয়েছে এবং মাটি উত্তোলনের ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। আবেদনের কপি দেখতে চাইলে তিনি কোন পারমিশন দেখাতে পারে নাই।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, ড্রেজারটি স্থাপন করার পর প্রশাসনের কর্মকর্তা এসে বন্ধ করে দেন।

হাসাড়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী তহসিলদার মোঃ মাহফুজ বলেন, ওখানে অবৈধ ড্রেজারটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।