সারাদেশ

শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্পের আসরে সেরাদের মাঝে পুরস্কার বিতরণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গল্পের আসরে সেরাদের মাঝে পুরস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় টায় শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আবু জাফর রিপন বিপিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন মাস্টার, এম মুজিবুর রহমান, উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকল বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থী।

এ সময় উপজেলার ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রজন্মের লেখনীতে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা গল্পের আসরে শ্রীনগরের জীবিত মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনা,যুদ্ধকালীন বীরত্বগাঁথা গল্প তুলে ধরে উপস্থাপন শেষে সেরা ১০জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল পুরস্কার প্রদান করেন।