এস এম রাফি ২৫ জানুয়ারি ২০২৩ , ৯:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ, কুড়িগ্রাম এর জানালা ও গ্রীল কেটে দুর্ধষ চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। প্রচ্ছদ কার্যালয়ের পিছনের অফিস রুমের জানালা ও গ্রীল কেটে অফিস কক্ষে থাকা ২টি সিলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, হারমনিয়াম, তবলা ডুগি, গিটার, ৮টি অটোবি চেয়ার, ফলস ছাদ সহ আলমারী ভেঙ্গে খাতাপত্র, ডকুমেন্ট, বই সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বুধবার দুপুরে পার্শ্ববর্তী এলাকার লোকজন জানালা ভাঙ্গা দেখে প্রচ্ছদ সদস্যদেরকে জানালে বিষয়টি চোখে পড়ে। চুরির এই ঘটনার তাৎক্ষণিক কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পৌর মেয়র কাজিউল ইসলাম, অত্র ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম আপেল সহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার কর্তৃপক্ষকে দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছে। প্রচ্ছদের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, সাবেক সভাপতি দুলাল বোস, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সহ-সভাপতি আশিষ বকসী, নাট্য সম্পাদক পার্থপ্রতিম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তরফদার জানান, এ ধরনের দূর্ধষ চুরির ঘটনায় আমরা হতবিহবল হয়ে পড়েছি। অনেক কষ্টে ও শ্রমে গড়া সংগঠনের মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় আমরা অনেক ক্ষতির মুখে পড়লাম। তারা আরো বলেন, এ ঘটনাটি ঐ এলাকার নেশা খোর ও ছিসকে চোররাই ঘটিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত কার্যকরি পদক্ষেপ আশা করেন তারা।