এস এম রাফি ১৩ অক্টোবর ২০২৩ , ৭:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীতে তিতাস সিনেমা হলে “মুজিব” দেখতে দর্শকদের ভিড় জমেছিল।
শুক্রবার(১৩অক্টোবর) বেলা ১২টা থেকে “মুজিব” একটি জাতীর রুপকার সিনেমাটি প্রদর্শিত হয়েছে। আর এই সিনেমাটি অবলোকন করতেই ভীর জমেছে কোন মতে টিকে থাকা সিনেমা হলটিতে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সিনেমাটির প্রথম দিনের সকল টিকেট।
সিনেমা দেখে বের হয়ে জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান বলেন, ছবিটি যিনি দেখবেন তিনি অনুধাবন করতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন। দেশের ইতিহাস সম্মন্ধে জানতে পারবে।
সিনেমাটি দেখতে এসে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা বলেন, বর্তমান প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানে না। ছবিটি তারা দেখলে বাংলাদেশ সম্মন্ধে জানতে পারবে। বঙ্গবন্ধু সম্মন্ধে জানতে পারবে। কি ভাবে এই আমরা স্বাধীন দেশটি পেয়েছি সেই সম্মন্ধে জানতে পারবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, দীর্ঘ দিন এই দেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। এ দেশ থেকে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল একটি বিএনপি জামাত। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে মানুষের সামনে আবারো সত্যি ইতিহাস তুলে ধরেছেন এই সিনেমাটির মাধ্যমে। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত বাংলাদেশ যৌথ পরিচালনায় “মুজিব” একটি জাতির রুপকার সিনেমাটি নির্মাণ করে মানুষের সামনে এই দেশের সত্যিকারের ইতিহাস তুলে ধরা হয়েছে। আমি আমার জেলার সকল মানুষ, আমাদের আওয়ামীলীগের নেতা কর্মীদের আহ্বান জানাই ছবিটি দেখার জন্য। বঙ্গবন্ধু সম্মন্ধে জানতে ছবিটি অবশ্যই সকলের দেখা উচিৎ।
তিতাস সিনেমা হলের মালিক মোঃ আমির হোসেন বলেন, আমাদের হলটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মাঝে মধ্যে দু একটি সিনেমা চললেও দর্শক থাকেনা বললেই চলে। তবে আজকে ছবিটির সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমন হয়েছে অনেক অনেক বছর পরে।