অপরাধ

হরতালে নাশকতার মামলায় বিএনপির ২৫ নেতাকর্মীর কারাদণ্ড

  এস এম রাফি ২৫ অক্টোবর ২০২৩ , ৮:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বংশাল ও মিরপুর থানায় হরতালে নাশকতার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

১০ বছর আগে ২০১৩ সালে হরতাল-অবরোধ চলাকালে বংশাল থানায় করা মামলায় ২৩ জনকে পেনাল কোড আইনের পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।