আন্তর্জাতিক

ইয়েমেনের প্রধানমন্ত্রী মোবারকের পদত্যাগ

  অনলাইন ডেস্ক ৪ মে ২০২৫ , ১:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সরকারে রদবদল আনতে ব্যর্থতাসহ নানা সমস্যার মুখোমুখি হয়ে আহমেদ আওয়াদ বিন মোবারক ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন।

দেশটির সরকারের ছয়টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্ট কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ।