এস এম রাফি ১৫ এপ্রিল ২০২৩ , ৩:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, যা বিগত কয়েক বছর ধরে সেচ্ছাসেবা মূলক কাজ করে যাচ্ছে ৬৪ জেলায়, সেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা শাখার কমিটি উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান কেন্দ্রীয় কার্যলয় থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইমরুল কায়েসের স্বাক্ষরে কুড়িগ্রাম জেলা শাখার কমিটিতে সভাপতি করে নির্বাচিত করা হয়েছে মোঃ সাদিকুল ইসলাম (সোহেল) কে, সিনিয়র সহ- সভাপতি করে সাজ্জাদুল ইসলাম (বাসির), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশিকুর রহমান ও দপ্তর সম্পাদক পদে মোঃ আকাতারুল ইসলামকে।
উল্লেখ্য, সাধারণ জনগণের মধ্যে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতা সৃষ্টি এবং মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণের লক্ষ্যে যাত্রা শুরু করা এই সংগঠন দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, উপজেলা এবং জেলা পর্যায়ে ‘ফ্রি ব্লাড গ্রুপিং’ ক্যাম্প পরিচালনা করে থাকে। প্রতিটি জেলার স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে একটি স্বেচ্ছাসেবক টিম তৈরি করে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
উৎসর্গ ফাউন্ডেশন নিজস্ব ল্যাব স্থাপন করে স্বেচ্ছায় দানকৃত নিরাপদ রক্ত বিনামূল্যে মুমূর্ষু রোগীদের মাঝে পৌঁছে দিয়ে থাকে। দেশের স্বাস্থ্য সুবিধায় অবহেলিত মানুষের জন্য ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন’ পরিচালনা করে এই সংগঠন। সুবিধাবঞ্চিত, পথশিশু, দরিদ্র, শীতার্ত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সহযোগিতা প্রদান করে থাকে এরা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান, বাল্যবিবাহ রোধ, মাদকের কুফল নিয়ে গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে মানব সেবায় এ সংগঠন কাজ করে।