এস এম রাফি ৬ মে ২০২৩ , ৮:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৪ এপ্রিল নিহত হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ টেপামধুপুর ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিরে এসে মহাবিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন,টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা মেনাজ উদ্দিন যুবলীগ নেতা শাহীন মাহমুদ,উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক ছাত্রলীগ নেতা সোহেল রানা প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত করে তোলা হয়।
বক্তরা দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।