এস এম রাফি ১৫ জুন ২০২৩ , ৩:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বুধবার ১৪ জুন ২০২৩ ইং জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব -১৭ এর (বালক) উপজেলা পর্যায়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন উমরমজিদ ইউনিয়ন পরিষদ।
উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি ও ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ওসি মোঃ আব্দুল্লাহিল জামান, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শেষে বিজয়ী চ্যাম্পিয়ন উমরমজিদ ইউনিয়ন পরিষদকে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ রাজারহাট ইউনিয়ন পরিষদকে রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।
উল্লেখ্য,এই ফুটবল এর ফাইনাল খেলা উপভোগ করতে বুধবার দুপুর থেকে হাজার হাজার দর্শক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের চর্তুদিকে অবস্হান নেন। প্রায় ১০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।