বিবিধ

কাউনিয়ায় কীটনাশক পানে অসুস্থ ব্যবসায়ী ৩ দিন পর অবশেষে মারা গেলেন

  এস এম রাফি ২৪ জানুয়ারি ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়ায় কীটনাশক পানে অসুস্থ হওয়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (২৯) তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব লস্করপাড়া গ্রামের বাসিন্দা মহির উদ্দিনের পুত্র কসমেটিক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়। স্ত্রীর সাথে অভিমান করে গত শনিবার (২১ জানুয়ারি) বিকালে সবার অজান্তে কীটনাশক পান করে। কীটনাশক পানের কিছু সময় পরে বাড়িতে বুকের যন্ত্রনায় সে ছটফট করতে থাকলে সন্ধ্যায় তাকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় । অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মারা যান ।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।