নওগাঁ প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেন (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাকিল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।