ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ১৪ জানুয়ারি ২০২৫ , ৫:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় সনজিৎ কুমার নামে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকনিরখীন (ঠুকনিপাড়া মোড়) চেম্বার হতে মা ও শিশু বিশেষজ্ঞ এবং সকল রোগের চিকিৎসার বিজ্ঞাপন ব্যবহার করে এমন অভিযোগে চিকিৎসক রতন কুমারের কাছে ৫০ হাজার টাকা এবং উপজেলা সদর নজিপুরে ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমারের কাছে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও অংশগ্রহণ অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির।
এ সময় নজিপুর ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে৷ আটক করে ভূয়া ডাক্তার সনজিৎ কুমারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।