উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাদক ব্যবসায়ের সাথে জড়িত আলামিন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ।
গ্রেফতারকৃত আলামিন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত মমিন শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ মৃত মফিজ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে ১০০ গজ দূরে নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আলামিন শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী আলামিন শেখ এর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একশত গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।