এস এম রাফি ২৮ অক্টোবর ২০২৩ , ৮:৫১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজধানীর নয়াপল্টনে জমজম গ্রুপের নির্মানাধীন একটি ভবন থেকে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০০জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত মধরাতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
তিনি বলেন, হঠাৎ এই এলাকায় (নয়া পল্টন) বেশ কতগুলো, প্রায় ১০-১২ টি ককটেল চার্জ করা হয়। সে সময় থানা পুলিশ ও আমরা এসে এদেরকে এই ভবন থেকে আটক করি। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে।
তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি গাড়ি, প্ল্যাকার্ড, খাবার রান্নার সরঞ্জাম, অনেক লাঠিসোঁটা, রড এবং অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি।
ডিবি প্রধান জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এক প্রশ্নের উত্তরে পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, আমাদের মূল লক্ষ্যই হল মহাসমাবেশকে কেন্দ্র করে অথবা মহাসমাবেশে কেউ যেন কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। রাজধানীজুড়ে এরকম আরও ৭-৮টি ভবন আছে। সেখানেও এরকম লোক সমাগম হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আমরা সেখানেও অভিযান চালাব।