সারাদেশ

মায়ের কোলে ফেরা হলো না ছেলের, গ্রামের বাড়িতে বিলাপ করছেন বাবা

  এস এম রাফি ২১ আগস্ট ২০২৩ , ৩:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চারপাঁচ দিন হয়েছে অসুস্থ, ভাঙা হাত নিয়ে গ্রামের বাড়িতে এসেছে সুস্থ হয়ে ঢাকায় ফিরবেন মায়ের কাছে। তবে সুস্থ হওয়া আগেই বাবা মায়ের বুক খালি করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন পাঁচ বছর বয়সী এক শিশু। অকাল এই মৃত্যুতে গ্রামের বাড়িতে বিলাপ করছেন বাবা বকুল মিয়া।

সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনারপাড় এলাকায় খালের পানিতে পড়ে ডুবে গিয়ে পাঁচ বছর বয়সী আলামিন নামে এক শিশু মারা গেছে। আলামিন ওই এলাকার বকুল মিয়ার ছেলে।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেছুল ইসলাম।

চিলমারীতে নিলাম ছাড়াই স্কুলের ইট বিক্রি, কিনলেন ইউপি সদস্য

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে বাবা বকুল মিয়া বাড়ির পাশে মাছ ধরতে যান। এরপর ওই শিশু তার বাবার উদ্দেশ্যে যাওয়ার পথে বাড়ির পাশের খালের পানিতে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা।

পরে তার দাদি তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। এরপর বাড়ির পাশের খালের দিকে যাওয়ার সময় ওই শিশুকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় মেহেদী নামে এক ব্যক্তি জানান, দুপুরে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে ওই শিশুকে রাস্তায় দেখতে পাই। পরে সবার আড়ালেই সে রাস্তার পাশের খালের পানিতে পড়ে ডুবে যায়।

ওই শিশুটির একটি হাত ভাঙা ছিল বিধায় চারপাঁচ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে। ওই ছেলের মা ঢাকায় আছেন এখনো।

শিশুটির অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।