আন্তর্জাতিক

ইতালিতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  ইসমাইল হোসেন স্বপন, ইতালি ২২ নভেম্বর ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইতালির ভিছেন্সা প্রবিন্সের থিয়েনে বাসির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ নভেম্বর অ্যাসোসিয়েশন বাংলাদেশ পের লা পাছে থিয়েনে বায়তুল মামুর জামে মসজিদে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাৎসরিক এ ওয়াজ ও দোয়া মাহফিলে মসজিদের সভাপতি সুলতান সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী ছাত্তার ও হযরত মাওলানা ইসরাফিল হোসাইনী এবং ইব্রাহিম ইবুর যৌথ সঞ্চালনায় প্রথমেই ছোট ছোট শিশু কিশোরদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রধান বক্তা ও প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা করেন প্রখ্যাত আলেমেদ্বীন স্বনামধন্য ও খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী স্কলার যুক্তরাজ্য NTV’র জীবন জিজ্ঞাসা ইসলামী প্রোগ্রামের সম্মানিত আলোচক শায়খ ড: মাহমুদুল হাসান, (ইমাম ও খতিব এসেক্স জামে মসজিদ লন্ডন)
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইসলামী আলোচক দের মধ্যে অন্যতম হযরত মাওলানা মো: শামসুল হুদা মাহবুব হাফিজুল্লাহ, (ইমাম ও খতিব আল জামাহ জামে মসজিদ ভিছেন্সা, ইতালি)।

দেশীয় পদ্ধতিতে খোলা মাঠে আয়োজিত এ ওয়াজ ও দোয়া মাহফিলে শত শত মুসল্লিদের উপস্থিতিতে প্রধান বক্তা জনাব শায়খ ড: মাহমুদুল হাসান প্রবাসের মাটিতে যেন আল্লাহর হুকুম মেনে ইসলামী শরীয়ত মোতাবেক জীবনধারণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিশ্বময় অস্থিরতা নিরসনে আল্লাহর দরবারে মুনাজাত করেন। ওয়াজ ও দোয়া মাহফিলে তবারক বন্টনের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।