চিলমারী প্রতিনিধি: ২৭ জুন ২০২৪ , ১০:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম এর আয়োজনে উপজেলার রমনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তির সুযোগ-সুবিধা প্রাপ্তি এবং সমাজ ভিত্তিক পুনর্বাসন নিশ্চিতে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক।
প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপ ডিজ্যাবিলিটি ইনক্লুশন প্রোগ্রামের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা।
আলোচনা করেন, ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম, প্রজেক্ট অফিসার মোঃ ইসমাইল হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ রাকিব উদ্দিন এবং ডাঃ মিথুন শিকদার।
প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা বলেন- অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়, সমাজভিত্তিক পুনর্বাসন, গুণগত জীবন বিনির্মাণ, সম-অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে‘ফ্রেন্ডশিপ ‘প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’-এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি এবং গাইবান্ধা জেলার ২০ টি চরে সম্প্রতি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। ৩ হাজার এর বেশী প্রতিবন্ধি ব্যক্তি এই সেবার আওতাভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:আলতাফ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধি ব্যক্তি, পরিচর্যাকারী, সমাজ ভিত্তিক পুনর্বাসনকর্মী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।