Editor ২৫ ডিসেম্বর ২০২২ , ২:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বাবুল খানঃ
২০২২ সালে শ্রীপুর উপজেলায় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আলোচনার শীর্ষে ছিলেন গাজীপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ।
তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি নির্বাচিত এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জমি দখলমুক্ত শ্রীপুর গড়ার লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহন করেন। তিনি মাদক নির্মূলের লক্ষ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন -মাদক সেবন ও মাদক কারবারি যদি আমার সহোদর ভাইও হয় তাকেও কোন ছাড় দেওয়া হবে না।
শ্রীপুর উপজেলায় মাদক ও পরিবহন খাতে চাঁদাবাজী বন্ধ করে ব্যাপকভাবে আলোচিত হন।
তাছাড়া তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার নিজ এলাকায় উন্নয়নের লক্ষে ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহণ করেন।
২০২২ সালে তিনি সংসদীয় এলাকায় বিভিন্ন রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন সহ নানা উন্নয়নমূলক কাজের জন্য ২০২২ সালের বছর জুড়েই শ্রীপুর উপজেলায় সাধারণ জনগনের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোঃ ইকবাল হোসেন সবুজ।
ইকবাল হোসেন সবুজ শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রামে ঐতিহ্যবাহী বাগমার পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত ইসমাইল হোসেন বাগমার ও আক্তার নেছার তৃতীয় সন্তান ইকবাল হোসেন সবুজ নলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার পর ভর্তি হন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে। সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে নিজেকে যুক্ত করেন এবং ১৯৯৩ সালে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য থাকাকালীন সময়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ লাভ করেন।
পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষণার করা হলে মহানগর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান মহানগর আওয়ামীলীগের সভাপতি হলে আজমত উল্লাহ খানের স্থলাভিষিক্ত হন মোঃ ইকবাল হোসেন সবুজ। অদ্যবধি পর্যন্ত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব বিচক্ষনতা ও দক্ষতার সহিদ পালন করে আসছেন। ২০০৯ সালে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের মাছ মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনয়ন নিয়ে চারদলীয় ঐক্যজোটের মনোনিত প্রার্থী অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যক্তি জীবনে তাঁর স্ত্রী নিগার সুলতানা ঝুমা ও অৈত্রী ও মৈত্রী নামে দুটি কন্যা সন্তান রয়েছে।