এস এম রাফি ১৮ অক্টোবর ২০২৩ , ৪:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আটক করেছে।
উপজেলার টেপামধুপুর বাজারের কারবালা মাঠ এলাকায় মুকুল মাষ্টারের গোডাউনের সামন থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশী চালিয়ে ১০পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।