এস এম রাফি ২৩ জুলাই ২০২৩ , ৭:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএসএআইডি’র অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস্ (এফএসটিআইপি) এ্যাকটিভিটি এর সহায়তায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে শহীদবাগ ইউনিয়ন পরিষদে ২৩শে (জুলাই) রবিবার জনসচেতনতার জন্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান। আরো বক্তব্য রাখেন- উপজেলা তথ্য কর্মকর্তা অঙ্কনা জাহান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার, উইনরক এর রিজিওনাল কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম, অনির্বাণ যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক জসিম সরকারসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন ।
উক্ত গনসমাবেশে অতিথিগণ “মানব পাচার ও বাল্যবিবাহকে বর্তমান প্রেক্ষাপটে উন্নয়নের ধারাকে ব্যাহতের মুল কারণ হিসেবে তুলে ধরেন। অত্র এলাকার মানুষ বিদেশ যাওয়ার নিয়মনীতি না জানার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিদেশ যাওয়ার আগে ভালভাবে জেনে শুনে এবং যাচাই করে যাওয়ার পরামর্শ দেন উপস্থিত সকলেই। সমাবেশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্তত ১৫০ জন উপস্থিত ছিলেন।